
সোমবার ০৫ মে ২০২৫
মিল্টন সেন: নতুন বছরের শুভেচ্ছা জানাতে বৃহস্পতিবার জেলা সদর চুঁচুড়ায় আসেন সাংসদ রচনা ব্যানার্জি। ঘুরে দেখেন স্থানীয় স্কুল এবং কলেজগুলি। শুভেচ্ছা বিনিময় করলেন ছাত্র ছাত্রীদের সঙ্গে। স্কুলে গিয়ে মিড ডে মিলের খাবার চেখে দেখেন। তেল মশলা ছাড়া খাবার খেয়ে মিড-ডে মিলের রাধুনীদের দশে দশ দেন সাংসদ।
নতুন বছরের শুভেচ্ছা জানাতে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে সঙ্গে নিয়ে এদিন হুগলি মহসিন কলেজ এবং হুগলি উইমেন্স কলেজে হাজির হন সাংসদ। তাঁকে দেখা মাত্রই উচ্ছসিত ছাত্র-ছাত্রীদের মধ্যে সেলফি তোলার তোড়জোড় শুরু হয়। সাংসদও হাসি মুখে তাঁদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলেন। পরে কলেজের সেমিনার হলে সাংসদ পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন, ''স্বপ্ন দেখলে, বড় স্বপ্ন দেখ। আর সেই স্বপ্নকে সত্যি করতে কষ্ট কর, পরিশ্রম কর। স্বপ্ন সফল করতে যা যা করতে হয় সেটাই কর। আমি নিজে সেটা বুঝেছি। পরিশ্রমের কোনও বিকল্প নেই। এটা আমি আমার জীবন থেকে শিখেছি। যদি তুমি আকাশ ছোঁয়ার স্বপ্ন দেখো, তবে তুমি পাহাড়ে উঠতে পারবে। যদি গাছে ওঠার স্বপ্ন দেখো তাহলে নিচেই থেকে যাবে। তোমাদের আকাশ ছুঁতে হবে।''
এদিন সাংসদকে সম্বর্ধনা দেন মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক। সাংসদকে কাছে পেয়ে কলেজ চত্ত্বরে মেয়েদর জন্য একটি হোস্টেল তৈরি করার আবেদন জানানো হয়। প্রতুত্তরে সাংসদ জানান, লিখিত আবেদন জানাতে। তিনি অবশ্যই যা করার করবেন। সেখান থেকে সাংসদ পৌঁছন চুঁচুড়ার জ্যোতিষচন্দ্র স্কুল, গরবাটি স্কুল এবং অনুকুল চন্দ্র স্কুলে। পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। আলোচনা করেন স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও। জানার চেষ্টা করেন স্কুলের খামতিগুলির বিষয়ে। জ্যোতিষচন্দ্র স্কুলের মিড ডে মিল রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কী রকম রান্না তা চেখেও দেখেন। আলু-ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন, 'অপূর্ব, রাঁধুনিকে দশে দশ দিলাম। তেল মশলা ছাড়া এত ভাল রান্না আগে কোনও দিন খাইনি। ডাল পছন্দ করিনা, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম। মিড ডে মিল যারা রান্না করেন, তাঁরা খুব সুন্দর রান্না করেছেন। খুব ফ্রেশ খাবার।'
ছবি পার্থ রাহা।
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরে বড়সড় বদল, নতুন সফরসূচি জানিয়ে দিল প্রশাসন
বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি
শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা
বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট
আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা
আইসিএসই পরীক্ষায় ৯৯.০৪ শতাংশ নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল হুগলির পড়ুয়া
অনুষ্ঠানে গিয়ে আচমকা অসুস্থ, হাসপাতালে ভর্তি সাংসদ সৌগত রায়
সভাপতির নাম ঘোষণা হতেই শুরু হল তুমুল বাগবিতণ্ডা, সাংসদের সঙ্গে তর্কাতর্কি বিদায়ী সভাপতির
'ভগবানের কাছে এসেছি, যাঁরা বুঝতে পারছেন না ভগবান তাঁদের সুমতি দিন', দিঘায় জগন্নাথধাম দর্শনের পর জানালেন দিলীপ
স্ত্রীকে খুনের পর দুই শিশু সন্তানের গলায় ভোজালি ধরে ঘরবন্দি, ঘটনা হার মানাবে ক্রাইম থ্রিলারকেও
বাংলাদেশি সন্দেহে গুজরাট পুলিশের হাতে আটক বাংলার ৩ যুবক, ‘দিদিকে বলো'-তে অভিযোগ পরিবারের
গ্রামের মহিলাদের মধ্যে ভরসা ফেরাতে সামশেরগঞ্জের প্রত্যন্ত এলাকায় ঘুরছে 'উইনার্স'
ডাম্পার ও অটোর মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু হল ১০ বছরের নাবালিকার
নির্জন জঙ্গলে পাখির ডাক, দূরে বরফের হাতছানি, গরমে যেতে পারেন শান্ত নিরিবিলি এই গ্রামে
'তীর্থস্থান সবার জন্য', দিঘার জগন্নাথ মন্দিরে মহাযজ্ঞে উপস্থিত হয়ে বললেন মুখ্যমন্ত্রী